অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর বাজার এলাকায় মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাতপরিচয় নারীর আনুমানিক বয়স ৩০ বছর।লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সকালে মধুমতি নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। লাশটির পেটকাটা ছিল। উদ্ধারের পর দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই নারী অন্তঃসত্ত্বা। তার নাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে আনুমানিক ৬-৭ মাসের মৃত সন্তান। নারীর গায়ে লাল-সবুজ রঙের ছাপা জামা, লাল পায়জামা, হলুদ ওড়না ও জাম রঙের বোরকা এবং গলায় পাটের রশি পেঁচানো রয়েছে। লাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।লাশের পরিচয় উদ্ঘাটনসহ কে বা কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ময়নাতদন্ত শেষ হয়নি