যশোরে র্যাবের জালে অজ্ঞান পার্টির ৪ সদস্য

যশোরে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চেতনানাশক দ্রব্যদি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে যশোর শহরতলির রাজারহাট মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে ইউনুছ গাজী, একই এলাকার কাদেরের ছেলে কাশেম সরদার, ঢাকা খিলখেতের এস চৌধুরীর ছেলে শামছুউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোপালপুরের মোসলেমের ছেলে রায়হান।
যশোর র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে: এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে অজ্ঞান পার্টির একটি সংঘবদ্ধ চক্র চেতনানাশক দ্রব্যদিয়ে যাত্রী-সাধারণদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়ার প্রস্তুতি নিচ্ছে । রাতে রাজারহাটে অবস্থান করছে । তাৎক্ষণিক র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চেতনানাশক তরল দ্রব্য ও দুটি মলমের প্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।,