১০০ নববধূকে এক লাখ করে রুপি উপহার দেবেন সুপার স্টার অক্ষয়

এবিসি বিনোদন ডেস্ক: আত্মরক্ষার ক্লাস শেখানোর উদ্যোগ থেকে শুরু করে জওয়ানদের ভারত কে বীর ফাউন্ডেশন গড়া, কতই না মহতী কাজে জড়িয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি পুলওয়ামা হামলায় নিহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের পরিবারের জন্য অর্থতহবিল সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফলোয়ারদের উৎসাহিত করেন তিনি। এবার ভারতে গণবিবাহে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এলেন ৫১ বছর বয়সী এই সুপারস্টার।
কয়েকদিন আগে ব্যস্ত সময়সূচির একফাঁকে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন অক্ষয়। সেখানে সুবিধাবঞ্চিত শ্রেণির ১০০ বর-কনের বিয়ে হয়। এ সময় দরদি এই তারকা উদারহস্তে প্রত্যেক নববধূকে তাদের ভবিষ্যতের জন্য ১ লাখ রুপি করে উপহার দেন।
অক্ষয় চেয়েছেন, সব নবদম্পতি যেন কিছু অর্থ দিয়ে তাদের নতুন জীবন শুরু করতে পারে। জানা গেছে, তার পক্ষ থেকে এই অর্থ প্রত্যেক কনের অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন>>>আজ যশোর উদীচী ট্রাজেডি দিবস
এদিকে পুলওয়ামা হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলোর জন্য ৫ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয়।
পড়ুন>>>আশুলিয়ায় ৭জন মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ
অক্ষয়ের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। এর মধ্যে ‘কেসারি’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ১০ হাজার আফগানির সঙ্গে ২১ শিখের ঐতিহাসিক ব্যাটেল অব সারাগড়ির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি। এতে তার বিপরীতে আছেন পরিণীতি চোপড়া। এই ছবি মুক্তি পাবে আগামী ২১ মার্চ।
পড়ুন>>>যশোরে শিশুছাত্রী তিশার খুনি গোলাগুলিতে পরপারে
অক্ষয়ের হাতে আরও রয়েছে কমেডি ফ্রাঞ্চাইজি ‘হাউসফুল ফোর’ ও করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ (কারিনা কাপুর খান)।
আন্তর্জাতিক