এবিসি ডেস্ক:সুনামগঞ্জের একটি সংখ্যালঘুদের গ্রামে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেফতার দাবি করেছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে হামলায় যুক্ত সংশ্লিষ্টদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে দলের দফতর থেকে পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়। আরও খবর>>হিন্দু বাড়িঘরে হামলা লুটপাট:সিলেটে বিক্ষোভ প্রতিবাদে প্রশাসনের অপসারণ দাবি
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, মুমিনুল হকের বিরুদ্ধে ওই গ্রামের এক যুবক ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করলেও, দাঙ্গাকারি হেফাজতীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের বক্তব্যে হেফাজতীদের আক্রমণের সাফাই গাওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিদে আরও বলা হয়, ‘এই মুমিনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিলেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অথবা প্রচলিত আইনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একইসময় মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা আগমন নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি গ্রহণের ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করলেও পুলিশ মুমিনুল হকসহ হেফাজতী নেতারা বিভিন্ন সভা সমাবেশ,ওয়াজ মাহফিলে যে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে তাকে আমলে নেওয়া হচ্ছে না।’
সূত্র:বাংলাট্রিবিউ