স্ত্রীর কান্না-মসলেম উদ্দীন বাবুল

এক লোক ঘরে ঢুকে দেখে, স্ত্রী কান্না করছে, কারন কী?
স্ত্রী জবাব দেয়,
‘বাসার পাশের গাছের উপর যে চড়ুই পাখিগুলো বসে ছিলো,
সেগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কিনা, সেই ভয়ে কান্না করছি”!
লোকটা স্ত্রীর দুই চোখের মাঝে চুমু খায় তার পরহেজগারিতা ও আল্লাহ ভীতি দেখে।
এরপর একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে।
*এক সপ্তাহ পর কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে বেডরুমে দেখে, তার স্ত্রী পর পুরুষ এর হাতের উপর হাত রেখে ঘুমিয়ে।
লোকটা কিছু না বলে, নিজের প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে রাগে-দুঃখে নিজের শহর ছেড়ে অন্য শহরে চলে যায়।
দূরের এক শহরে পৌছে দেখে মানুষেরা সবাই রাজার প্রাসাদের কাছে জড়ো।
‘কারন কী?’
মানুষ উত্তর দেয়,
“রাজার ভান্ডার চুরি হয়েছে।”
এমন সময়ে পাশে দেখে এক লোক পায়ের বুড়ো আংগুলের উপর ভর দিয়ে দিয়ে চলছে।
লোকটা প্রশ্ন করলো
“উনি কে?”
উত্তর আসলো
“উনি এই শহরের শাইখ, পায়ের আংগুলের উপর ভর দিয়ে চলেন। কোনো পিঁপড়া মাড়িয়ে দিয়ে আল্লাহর অবাধ্য হন কিনা, সেই ভয়ে!”
লোকটা বলে উঠলো,
‘আল্লাহ্’র কসম, আমি চোরকে পেয়েছি। আমাকে রাজার কাছে নিয়ে চলো”
সে রাজার সামনে গিয়ে বললো,
“আপনার রাজ ভান্ডার চুরি করেছে শহরের ঐ শাইখ। যদি তা না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন।”
রাজার প্রহরীরা শাইখকে ধরে আনে, জিজ্ঞাসাবাদের পর ঐ শাইখ চুরির কথা স্বীকার করে।
রাজা লোকটিকে জিজ্ঞাসা করে,
“কিভাবে বুঝেছিলে সে চোর?”
লোকটা জাবাব দেয়, আরও পড়ুন>>>মমতাজ পারভীনের কবিতা বিশ বছর পর
“যখন দেখবেন যে কেউ গুনাহ থেকে বাঁচার জন্য বা সাওয়াবের কথায় মাত্রাতিরিক্তি বাড়াবাড়ি করছে, তখন বুঝে নিবেন সে নিজের কোনো বড় গোনাহকে ঢাকছে।”
______________________________
বর্তমান সমাজে এমন মানুষের অভাব নাই।
ঋণঃ Md. Shahidullah Ansari
সংগ্রহ:মসলেম উদ্দীন বাবুলের ফেসবুক ওয়াল থেকে
শীর্ষ খবর