সুুলতানা খান দিনার তিনটি কবিতা

সম্পর্ক -সুলতানা খান দিনা
……………………………..
বাস্তব আর স্বপ্ন সাংঘর্ষিক বুনন
হাজারো স্বপ্নে বিভোরচিত্তে মন।
স্বপ্ন উদ্যোমী করে আশার তরে
বেচে থাকার প্রত্যয়ে নানারঙে।
সকালের স্বপ্ন বিকালেই শেষ
বাস্তবে তার কোন পায়না রুপ।
সারারাত কতযে রঙিন স্বপ্ন
কিছু মিলে বাকী অঙ্কুরে বিনাশ।
বাস্তবতা সামনে তো আসবেই
স্বপ্ন লালনে আন্দলিত করবেই।
মন বাসনা মনে উচ্চারিত হবেই
বাস্তবতার সাথে সাজাতে হবেই।
স্বপ্ন,, কবিতার নাম,,,
নীলান্জনা তুমি নীলনয়না
মনের ঘরে বসত অনদিকাল।
বুজতেই পারিনি তুমি অনন্যা
চিনতে সময় নিয়েছে কিছুকাল।
বুকের মাঝে স্বপ্ন দেখি ঘিরে
বুঝি তুমি আমারই মত দেখ।
অচেনা অতিথি হয়ে এসেছি
চিরচেনা তুমি মনবাসনা হয়ে।
মনের সাথে মন মিলেছে বন্ধনে
তাইতো দুজন ভাবি সারাক্ষণ।
অপেক্ষায় থাকি আনমনে হয়ে
বুজি তুমিও ব্যাতিক্রম নও।
ভালোবাসি নিরন্তর অনন্ত মনে
বিশ্বাস তোমার এটাই সত্য।
উন্মাদ হয়ে বলতে মনচায় ওগো
ভালোবাসি নেই কোন খাদ মনে।
বুজি তুমিও আমাকে এমনিতর
একই বন্ধনে আমরা দুজন।
>>>>>>>>>>>>
বন্দন—সুলতানা খান দিনা
মন যেন একটা চলন্ত গাড়ী
মাঝে মাঝেই থমকে দাড়ায়।
কিছুই লাগেনা ভালো আনমনে
চলতে চায় না মন উদ্যোমী হয়ে।
মন ভালো তো শরীর ভালো
কথা সত্য তাই জানে সবাই।
মনের সাথে দেহ ও সম্পর্কিত
অবুঝমনের দেহও চলে জোরে।
কিছু দায়িত্ববোধ পিছু ছাড়ে না
দায়িত্ব যেন নিজেকে জড়িয়ে।
মন ভাঙ্গলে সব এলোমেলো
ভাঙ্গার কারনতো আছে বহুবিধ।
হায়রে মন অবুজ মনের যতচলা
মানেনা বাধন তারই ডংগে চলা।
এক গেয়েমী জীবন আশাহত
মনকে রাঙিয়ে তোলে নিরাশায়।
বৈচিত্র্যময় জীবন রাঙায় মন
এটাতো জীবনে নিতান্ত চাওয়া।
আশার সাথে মিলেনা চাওয়া
সন্তুষ্ট তবুও হতাশার মাঝেই।
আমার মন আমার মতোই
ঠিক সবার মন সবার মতোই।
তবুও মনে আসে অজানা কেউ
আসে বলেইতো জীবনের সৃষ্টি।
যদি কেউ আসে শতজনমের
সেতো আসবেই অজানাবেশে।
মন দিয়ে মন বিনিময়ে পাওয়া
তাতো শ্রদ্ধ্যার ও সন্মানের।
জীবন আছেতো মনে কষ্টও
সুখতো আসে জীবনের জন্যই।
চলার পথে সবাই আসেনা মম
আসে সেইই, যে মনের মত মন।
ভালোবাসে আসে নিজের প্রতি
প্রকাশে তখন অন্যের তরে মন।
ভালোবাসি ওগো তোমায় স্বীয়
চিরসবুজের মত থাকুক অম্লান।
স্বপ্ন– সুলতানা খান দিন
………………….
নীলান্জনা তুমি নীলনয়না
মনের ঘরে বসত অনদিকাল।
বুজতেই পারিনি তুমি অনন্যা
চিনতে সময় নিয়েছে কিছুকাল।
বুকের মাঝে স্বপ্ন দেখি ঘিরে
বুঝি তুমি আমারই মত দেখ।
অচেনা অতিথি হয়ে এসেছি
চিরচেনা তুমি মনবাসনা হয়ে।
মনের সাথে মন মিলেছে বন্ধনে
তাইতো দুজন ভাবি সারাক্ষণ।
অপেক্ষায় থাকি আনমনে হয়ে
বুজি তুমিও ব্যাতিক্রম নও।
ভালোবাসি নিরন্তর অনন্ত মনে
বিশ্বাস তোমার এটাই সত্য।
উন্মাদ হয়ে বলতে মনচায় ওগো
ভালোবাসি নেই কোন খাদ মনে।
বুজি তুমিও আমাকে এমনিতর
একই বন্ধনে আমরা দুজন।