সুলতানা খান দিনার দুটি কবিতা

সুলতানা খান দিনা–প্রতিক্ষার প্রকাশ
…………………
কিছু কথা কিছু না বলা কথা
মর্মস্পর্শী হৃদয়ে সঞ্চারিত হয়।
দারুণ অনুভুতির প্রকাশ করি
নাহয় মৃত্যু অবধি বলাই হয় না।
আমি বলতে চাই তোমার সনে
সবটুকু দিয়েই উজাড় করে।
এতে আমাকে নানারূপে ভাবো
এটাতো আমার হৃদয়ের কথা।
ভালোবাসা নিঃসরিত অনুভুতি
অস্বীকার কোন নেইকো উপায়।
প্রকৃত প্রেম হৃদয়ে জমাট বাধে
যদি হয় একজন আরেকজনের।
মন তো কোন বাধার জিনিস নয়
কার সাধ্য আটকায় অনন্ত মন।
তোমাকেই বলছি, এই যে শোন
তুমি কি পেরেছো আটকাতে মন
শত হাজার বাধা আছে জানো
মন দিয়ে তো মন বিনিময় হলো।
শত ব্যস্ততার মাজেও চাও একটু
শুনি আশাহত সব গল্পকাহিনী।
প্রতীক্ষায় আমিও সম প্রকাশ
তুমি যে বুজ তাইতো ধন্য।।।
…………………………..
নিলাঞ্জনা-সুলতানা খান দিনা
……………..
আসবো আমি নতুন করে
দেখবো নীলান্জনা কে।
অনুভূতিকে আন্দোলিত করে
মনন দিয়ে কয় কথা।
অভিনয় বুঝে না অভিমান
এটা তো নিত্য সাথী।
চলন বলনে অতি সাধারন
লোকে বুঝে কি জানি কি?
আসলে খাটি বুঝেনা সবাই
তাইতো কথার সৃস্টি।
যে বুঝে সেতো চিনেই সব
অনেকে আছে না বুজার ভান।
নীলান্জনা সরেলা মনে মিশে
সবার তরে, বুজুক না ভুল।
এটা তো তার সমস্যা নয়
যার যার মত করেই বুজুক।
সবাই দেখে উপরের সব
ভিতরটা কেউ বুজে না।
তাই অনুভবে সবসময় রাখা
এটা যেন হয় বারেবার।
সে ভাবুক আর নাই ভাবুক
আমারটা আমি বলেছি।
বাংলাদেশ