সুলতানা খান দিনার তিনটি কবিতা

ক্ষত বিক্ষত আমার এই হৃদয়
–সুলতানা খান দিনা
>>>>>>>>>
নীলান্জনা কেমন আছ জানিনা
তুমি ভালো থাকো জনম ভরে।
অভিনয়ে জীবনের প্রতিটা ধাপ
বাস্তবতা খেলা করে একাই সব।
তবু নিরাশ নয় চলতে জানো
সবাইকে পাশে নিয়ে আপনে।
আপন বেশে কিছু মানুষরুপি
মিশেযায় তোমার সাথে বন্ধনে।
তুমি নাও আপন করে নিয়মে
পিছনে সমালোচনায় মুখোর।
সমালোচকরা নিন্দিত সবতরে
সরল মনে নেইতো আঘাত।
সবার ব্যাথায় তুমি সবার আগে
তোমার ব্যথায় কেউ কেউ আসে
ভাবনা আগামীর পথের দিকে
যখন যেমন তেমনি চল।
ধৈর্যশীলতা তোমায় বৃদ্ধমান
প্রতিকুলতায় তরতরিয়ে চল।
বহুগুনে সমৃদ্ধ তোমার জীবন
কেউ হাসে আবার কেউ ভাবে।
তার কি আসে যায় তুমি চলনা
সহায় তোমার আল্লাহতায়ালা।
ফুলেরা জানতো যদি আমার হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
অঝোরে ঝরতো তাদের চোখের জল
আমার কষ্ট আপন কষ্ট মানি ।
নাইটিংগেল আর শ্যামারা জানতো যদি
আমার কষ্ট কতোখানি-কতোদুর,
তাহলে তাদের গলায় উঠতো বেজে
আরো বহু বেশী আনন্দদায়ক সুর ।
সোনালী তারারা দেখতো কখনো যদি
আমার কষ্টের অশ্রুজলের দাগ,
তাহলে তাদের স্থান থেকে নেমে এসে
জানাতো আমাকে সান্ত্বনা ও অনুরাগ ।
তবে তারা কেউ বুঝতে পারেনা তা-
একজন, শুধু একজন, জানে আমার কষ্ট কতো;
আমার হৃদয় ছিনিয়ে নিয়েছে যে
ভাংগার জন্য-বারবার অবিরত ।
>>>>>>>>>>>>>>>>
মৃত্যুর প্রহর
-সুলতানা খান দিনা
>>>>>>>>>
তুমি কি আমার আকাশ হবে?
মেঘ হয়ে যাকে সাজাব
আমার মনের মত করে ।
তুমি কি আমার নদী হবে?
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে
তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে ।
তুমি কি আমার জোছনা হবে?
যার মায়াজালে বিভোর হয়ে
নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে ।
তুমি কি আমার কবর হবে?
যেখানে শান্তির শীতল বাতাসে
বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।
>>>>>>>>>>>>>
আমি বড় একা
-সুলতানা খান দিনা
>>>>>>>>>
বড় একা আমি নিজের ছায়ার মত,
শূন্য তার মত,দীর্ঘ শ্বাসের মত,
নি:সঙ্গ বৃক্ষের মত,নিজর্ন নদীর মত,
বিচ্ছন্য দ্বিপের মত,মৌনও পাহাড়ের মত,নীড় ভাঙ্গা পাখির মত,
মেঘহীন বৃষ্টর মত,সূযর্ বিহীন আলোর মত,চাঁদ বিহীন জোছনার মত,
আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামীর মত,বড় ত্রকা আমি বড় ত্রকা,,
কবিতার নাম,,আমি বড় একা,,,
.
বাংলাদেশ