সুলতানা খান দিনার কবিত-কৃতজ্ঞ

কৃতজ্ঞচিত্তে স্মরণে তুমি সন্মানে
অভিলাষী মন আকুতি ভরা।
নিয়তির নিয়ম বড়ই নির্মমতায়
মানতে হবে বিরুদ্ধে তাই মানি।
বিচলিত মনে যন্ত্রণার কাতরতা
নিরবে নিভৃতে আশায় সহনীয়।
চায়তো মন দায়িত্বশীল হয়ে যাই
বিব্রত মনে আশার তরী বইতে।
মনন ভরে দিয়েছ সব উদারতায় পড়ুন>>>সমর ভৌমিকের কবিতা আসক্তি
নিয়েছে লুফে শালীনতায় ভরে।
পড়ুন>>>মমতাজ পারভীনের কবিতা মানুষ হবো
আত্মসন্মান সবার মাঝেই বহতা
অনেকই ঘটে ইচ্ছার বিরুদ্ধ।