সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  05:10 PM, 31 March 2019

ভাস্কর মনি সরকার, সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দেলোয়ার হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু।

রোববার সকালে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, সকালে দেলোয়ার হোসেন ঘাস কাটতে হাওরের যায়। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে হয়। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :