সুনামগঞ্জের ৯ উপজেলার ৬টিতে আ’লীগ ৩টিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  03:03 AM, 11 March 2019

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ৯টি উপজেলায় বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপুর্নভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৯ টি উপজেলার ৫৪১টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৬ টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এগিয়ে ও ৩ টিতে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

সুনামগঞ্জ সদর উপজেলায়

আরও পড়ুন>>>উত্তর কোরিয়ায় কিম পরিবার সবকিছু: ভিন্নমত প্রকাশের সুযোগ নেই 

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হদা চপল নৌকা প্রতিকে ৪০৫০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মনিষ কান্তি দে ঘোড়া প্রতিকে ২৫৪১৭ ভোট পেয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ আনারস প্রতিকে ৩৫১৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকে পেয়েছেন ২২২০৭ ভোট। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে স্বতন্ত্রপ্রার্থী সফর উদ্দিন আনারস প্রতিক এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন হারুন অর রশীদ মোটর সাইকেল প্রতীক। তাহিরপুর উপজেলায় করুনা সিন্ধু চৌধুরী নৌকা প্রতিক এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আনিসুল হক মোটর সাইকেল প্রতিক। ধর্মপাশা উপজেলায় মোজাম্মেল হোসেন রুখন ঘোড়া প্রতিকে ৩৭৪৭৫ এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন শামিম আহমদ মুরাদ নৌকা প্রতিকে পেয়েছেন ২৯৩৭২ ভোট। দিরাই উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর আলম চৌধুরী মোটর সাইকেল প্রতীকে ৬২ ভোটে এগিয়ে রয়েছেন । নিকটতম প্রতিদ্বন্ধী হচ্ছেন প্রদীপ কুমার রায় নৌকা প্রতিক। শাল্লা উপজেলায় আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতিকে ২৫৪৩৮ ভোট পেয়ে এগিয়ে আছেন,নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট অবনী মোহন দাস মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৯৬৯৩ ভোট। এ উপজেলায় তিনটি ভোট কেন্দ্র স্থগিত। ছাতক উপজেলায় ফজলুর রহমান নৌকা প্রতিকে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্রপ্রার্থী অলিউর রহমান কাপ-পিরিচ প্রতিক। দোয়ারাবাজার উপজেলায় নৌকা প্রতিকে ডাঃ আব্দুর রহিম ৩১০৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী দেওয়ান আল তানবির আশরাফী চৌধুরী বাবু কাপ-পিরিচ প্রতিকে ১৯০৬৩ ভোট পেয়েছেন।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :