সাতক্ষীরার তালায় ট্রাক থামিয়ে ৬ বস্তা ফেনসিডিল উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:01 PM, 05 April 2019

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধলবাড়িয়া এলাকায় সড়কে ট্রাক থামিয়ে পুলিশ ৬ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে। এঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সাথে ফেন্সিডিল বহনের দায়ে ট্রাকটিকেও জব্দ করেছে পুলিশ। পেঁয়াজের বস্তা ভর্তি ট্রাকটি সাতক্ষীরার ভোমরা থেকে ঢাকা যাচ্ছিল।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফেন্সিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলবাড়িয়া গ্রামে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এসআই নিয়াজ মোহাম্মদ খাঁন, এসআই মিজানুর রহমান, এএসআই আল-আমিন, এএসআই সেলিম রেজাসহ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান (বিপিএম) এবং সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির’র সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।এ সময় ভোমরা থেকে ঢাকাগামী পেঁয়াজ বোঝাই ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১০১) তল্লাশি করে পেঁয়াজের বস্তার সাথে মিশিয়ে রাখা ফেন্সিডিল ভর্তি ৬টি বস্তা উদ্ধার করা হয়।একই সাথে ট্রাকের ড্রাইভার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়ি গ্রামের কওছার আলী খা’রঁ পুত্র রেজাউল করিম বাবু (৩৫) ও হেলপার সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর (মিস্ত্রিপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র মফিজুল হোসেনকে (৩০) আটক করা হয়। এছাড়া ফেন্সিডিল বহনের জন্য পেঁয়াজবাহী ট্রাকটি জব্দ করা হয়।পরে ট্রাকটি থানায় এনে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির’র উপস্থিতিতে ফেন্সিডিলের বস্তা খুলে ১৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :