সাতক্ষীরায় ‘ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা’র উদ্বোধন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:07 PM, 07 March 2019

সাতক্ষীরা সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতার জন্মমাস উপলক্ষে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা’।
বৃহস্পতিবার সকালে একটি বর্ণাফ্য র‌্যালি শেষে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা প্রশাসনের আয়োজনে ১১ দিনের এই বই মেলা শেষ হবে ১৭ মার্চ। এতে দেশের স্বনামধন্য ৫২টি প্রকাশনা সংস্থা ছাড়াও মোট ৬৮টি প্রকাশনা অংশ নিয়েছে। প্রতিটি স্টলে ৩০ শতাংশ ছাড়ে বই বিক্রি চলছে। প্রতিদিন বিকাল ৩ টায় শুরু হয়ে বই মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য বই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে থাকছে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধরনের বিনোদনমূলক ব্যবস্থা। বই মেলার প্রধান আলোচক সৃজনশীল জ্ঞান প্রকাশনী সংস্থার সহ সভাপতি খান মাহবুব বলেন, বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই মানুষকে আলোকিত করে, আলোর পথ দেখায়। তিনি বলেন, বই মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। বইয়ের মাধ্যমে আমরা নিজেদের চিন্তাশীলতার প্রসার ঘটাতে পারি। বই থেকেই শুরু হয় আমাদের লড়াই করার চেতনা।

পড়ুন>>>আজ ঐতিহাসিক 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি , সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ মো. আফজাল হোসেন প্রমুখ ।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :