সাইফুল আরিফিনের তিনটি কবিতা

প্রেম ও কাম-….এস.আরিফিন
………………….
আমি প্রেমিক হতে চাই ; কামুক নই
তোমাকে প্রেমের বানে ভাসিয়ে নিতে চাই
দূরে বহুদূরে, দূর অজান্তে ;
সীমাহীন ভালোবাসার চাদরে
জড়িয়ে রাখতে চাই
অনাদি অনন্তকাল ধরে ।
ভালোবাসার উষ্ণ পরশে হারাতে চাই
প্রেমিক হয়ে ; কামুক হয়ে নই ॥
তোমার এলোকেশে বুনো হাওয়ায়
গুঁজে দিতে চাই গোলাপ ,জবা ,বেলী
অধরে এঁকে দিতে চাই রঙ্গীন স্বপ্ন ,
কপালে দিতে চাই লাল টিপ ; আর
শাড়ির ভাঁজে নিখুঁত স্পর্শ
প্রেমিক আমি ; কামুক নই ॥
অপ্সরা তুমি ,অনন্যা তুমি ,তুমি অপরূপা
তোমারই প্রেমেতে ডুবে যেতে আজি
অদক্ষ হাতে বারবার ছুঁয়ে ; আর
দুচোখ ভরে দেখে পদ্মনাভী ,
হারিয়ে যেতে চাই, অন্য এক আবেশে
প্রেমিক হয়ে ; কামুক হয়ে নই ॥
তোমার শরীরের গন্ধে মাতাল ,
ভরাট নিতম্বে দিশেহারা ; আর
উন্নত বক্ষে ডুবে যেতে চাই
প্রেমিক হয়ে ; কামুক হয়ে নই ॥
ফেরার সময় প্রতিদিন
টুকটুকে লাল গোলাপ ; আর
প্রিয় কিছু খাবার নিয়ে
হন্তদন্ত হয়ে ছুটে আসতে চাই
প্রেমিক হয়ে ; কামুক হয়ে নই ॥
প্রচণ্ড উত্তেজনায় ফেঁটে পড়ে
চরম সুখে ছটফটিয়ে ,
সঙ্গমের পরম তৃপ্তিতে
অজানা এক সাগর পাড়ি দিতে চাই
শুধুই প্রেমিক হয়ে ; কামুক হয়ে নই ॥
…………………………………………..
এইতো সেদিন ,মুখোমুখি বসে
ভেসে গিয়েছিলাম কল্প রাজ্যে ,
সবকিছুকে ছাড়িয়ে , দূরে বহুদূরে
বিশ্ব সংসারের সমস্ত মায়া ত্যাগ করে ,
ভাসছিলাম রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে
সপ্ত ডানায় ভর করে অজানালোকে ।
ভাবনার আকাশে তুমি অনন্ত যৌবনা
জগতের সব সুখ তোমারই প্রেরণা ,
এমন মধুর স্মৃতি আর জানি হবেনা
সার্থক হব জানি ,এটাই ছিলো ভাবনা ।
জাগতিক এই চরাচরে স্বার্থপরের মত ,
খুঁজে ফিরেছ তুমি শুধু আত্মসুখ , তবুও
কখনও বিষন্ন হইনি দেখে তোমারই মুখ ।
ভাবনাগুলো তাই খেলা করে বেড়ায়
এলোমেলো এক কল্পলোকের মায়ায় ।
ঘন কালো চুল , মায়াবী মুখ , বাঁকা চাহনি
কিছুটা উদাসিন ,কিছুটা রঙহীন
স্বল্প আলোতে আর ও সঙ্গীন , কিন্তু
বুকের মাঝে রয়েছ মিশে হয়ে তুলনাহীন ।
বয়ে গেলো সময় , হারিয়ে গেলো দূরে
হলো নাকো পাওয়া নিজের মতো করে ।
তবুও কিসের তরে , কিসের মায়ায় পড়ে
আটকে পড়েছিলাম জনমের তরে ।
মনের মণিকোঠায় দিয়ে তারে ঠাঁয়
ক্ষণগুলো যেনো নিরবে হারিয়ে যায় ,
এমনি করে খুঁজে ফিরি হারানো সে সময় ,
মধুর মুরতিতে যা রচিত হয় , ওহে ! প্রেমময়
দুরুত্ব আর অবহেলায় হারিয়ে সে যায় ।
কোন এক চক্রে আবারও দুজনে
একীভূত হয়ে স্বর্গীয় সুখানুভূতি পেয়ে ,
হারিয়ে গেলাম যেনো দূর অজানায় ।
দিন বদলের ক্ষণে বদলিয়েছি স্বরূপ
ভুলতে পারিনা তবুও তোমার ওই রূপ ,
বাঁধা বিপত্তি মাড়িয়ে হয়েছি হাজির
ছুটে গিয়েছি কত ,আছে তার নজির ।
অবহেলাতেই মরে যায় অবুঝ এ মন
মরা গাছে পানি দিলে বাঁচে কতক্ষণ ?
চলে গেলে তুমি লাল শাড়ি পরে ,
আমাকে শূন্য , রিক্ত , নিঃস্ব করে
রইলাম পড়ে আমি এই অবনী পরে ,
জীবন্ত লাশ আর অন্তঃস্বার শূন্য হয়ে ।
……………………………………..
অপেক্ষা…এস.আরিফিন
অনেক বেশি ভাবতে চাই
তোমাকে নিয়ে , শুধু তোমাকে নিয়ে ,
হারিয়ে যেতে চাই ভাবনার আকাশে
তোমারই হাতটি ধরে ॥
পাখির মতো উড়ে যেতে চাই
অচিনপুরীতে , শুধু তোমাকে নিয়ে ,
ভালোবাসা আর বিশ্বাসের গভীরে
একান্তে ডুবে যেতে চাই
তোমারই হাতটি ধরে ॥
মুখোমুখি বসে অপলক দৃষ্টিতে
শুধু তোমাকেই দেখে দেখে
কাটিয়ে দিতে চাই ,
জীবনের বাকিটা সময়
তোমারই হাতটি ধরে ॥
তোমার টানা দুটি আঁখি ,
মিষ্টি হাসি আর গোছালো কথার মাঝে
নিজেকে হারাতে চাই জনম ভরে
তোমারই হাতটি ধরে ॥
অজস্র কথার মাঝে
বারবার হারাতে চাই অজানাতে ,
শুধু তোমাকে নিয়ে
তোমারই হাতটি ধরে ॥
কোলাহল মুক্ত , অপরূপ
এক খণ্ড নির্জলা পৃথিবী চাই ,
তোমাকে অনুভবের জন্য
সেথা একান্তে হারাতে চাই
শুধু তোমাকে নিয়ে
তোমারই হাতটি ধরে ॥
হৃদয়ের অন্তঃপুরে অতি গোপনে ,
খুব যতনে রেখে দিতে চাই
সবটুকু প্রেম , ভালোবাসা
শুধু তোমারই জন্য ।
অফুরন্ত সুখে ভেসে যেতে চাই
তোমারই হাতটি ধরে ॥
তোমারই অপেক্ষায়
কাটিয়ে দিতে চাই অনন্ত জীবন
আসবে কি তুমি
আমার এই শূন্য বুকে স্বপ্নরানী হয়ে ?
আমারই হাতটি ধরে ॥
খুলনা বিভাগ