সমর ভৌমিকের কবিতা~~ ‘ আর এক আমি

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:49 PM, 10 March 2019

একদিন তোমার সাথে কথা বলবো অণু
একেবারে হাটুগেরে বসবো সামনাসামনি
তোমাকে অনুভবের নদী বানিয়ে
ঊড়বো আকাশের নীলে।

একদিন তোমার চোখে তারা গুনবো অণু
গুনবো পাপড়ির করতালি
দেখবো কতটা মায়া বিলিয়ে
অন্তরাত্মায় জ্বালে মায়ার আলো। পড়ুন>>সমর ভৌমিকের কবিতা ‘ঔৎসুক’

একদিন সবচেয়ে প্রিয় বাক্যটি বলবো অণু
তুমি বিহ্বল আনমনা হলে
যদি দোলা দেয় শিহরিত সবুজ
খোপায় গুজে দিবো কুমারী ফুল।

একদিন তোমাকে প্রশ্ন করবো অণু
যদি বুকের পাঁজর ছিড়ে বিশ্বাস উৎরে উঠে
যদি বুঝতে পারো স্বপ্নরা অবুঝ
যদি বলে উঠো হৃদয়ে অবুঝ থাকুক প্রেম।

আমি বুঝে নিবো শেষ উত্তরে
তুমি অনুভূতির ভিতর অনুভব
তুমি আত্মার ভিতর অন্তরাত্মা
তুমি আমার ভিতর আর এক আমি।।

••••••••○○○••••••••
২৫•০২•২০১৯;২১:২৫

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :