সমতার সমাজ গঠনে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী স্বপন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:05 PM, 23 March 2019

>>>জাগরণী চক্র’র ‘রাজনীতিতে সমাজকর্ম’ শীর্ষক সম্মাননা প্রদান
এবিসি নিউজ: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুষম উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করছি।
গতকাল জাগরণী চক্র ফাউন্ডেশনের ‘রাজনীতিতে সমাজকর্ম’ শীর্ষক সম্মাননা গ্রহণ করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষকে ভালবাসাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। মানুষকে ভালবেসে সেবা করা সবচেয়ে ভাল কাজ। আমি মানুষকে সেইভাবে ভালবাসতে চাই। আমার কাছে অর্থ নয়, মানুষের ভালবাসাই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করে মানুষের সেবা করতে চাই। আমি সমতার ভিত্তিতেই সব উন্নয়ন কাজ করতে চাই।
জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় চত্বরে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন প্রবীন শিক্ষক তারাপদ রায় এবং মুক্তিযোদ্ধা ও রাজনীতিক অশোক রায়, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
জাগরণী চক্র ফাউন্ডেশন নির্বাহী পরিষদ সদস্য হারুণ অর রশীদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। আরো বক্তব্য রাখেন মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহুল আমীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে উত্তরীয় পরিয়ে দেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। আর অনুষ্ঠানের সভাপতি হারুণ অর রশীদ প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন সম্মাননা স্মারক ও ২০ হাজার টাকা সম্মাননা অর্থ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :