শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের

আহত অন্তত ১০. এলাকায় পুলিশ মোতায়েন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  04:52 PM, 14 November 2022
স্বজনদের কান্না

ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণপুর গ্রামে আধিপত্য বিস্তার দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সাথে ৪নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। সোমবার সকালে মান্নান মন্ডলের সমর্থক তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে প্রতিপক্ষরা তাকে মারধর করে। এরই জের ধরে কৃষ্ণপুর গ্রামে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :