`শূন্য মাজা’র জন্য লেখা আহবান

প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিন `শূন্য মাজার’ এর জন্য প্রবন্ধ, গল্প, কবিতাসহ গঠনমূলক বিষয়ভিত্তিক লেখা আহ্বান করা যাচ্ছে। সেরা লেখকের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। লেখকের পূর্ণ ঠিকানা, ছবি, ইমেইল ও মোবাইল নাম্বারসহ লেখা পাঠাবার ঠিকানাঃ রেভারেন্ড জেমস্ আব্দুর রহিম রানা, সম্পাদক, শূন্য মাজার, রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্ট, ৩২১ দাউদ আলী রোড, খাকুন্দি, মনিরামপুর, যশোর। মোবাইল- ০১৭১৬২৯৪১০৬. ইমেইল : ranadbf@gmail.com
অথবা পাস্টর যোষেফ বৈদ্য, প্রযত্নে, গোপালগঞ্জ টিম্বার, উত্তরা আজমপুর কাচা বাজার (রেলগেট সংলগ্ন), ঢাকা, বাংলাদেশ ।
মোবাইলঃ ০১৬৭০৩৯০০৪৬
আজ ভষ্ম বুধবার।
উপবাসের প্রথম দিন।
এই উপবাসের দিন গুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
★ উপবাসের প্রয়োজনীয়তা★
১) আত্মিক দেহ গঠন করে।
২) প্রার্থনার শক্তি বাড়ায়।
৩) বিশ্বাসকে সাবলম্বী করে।
৪) ধৈর্য্য বৃদ্ধিতে সহায়তা করে।
৫)নিজের প্রতি আস্তা রাখার ক্ষমতা বাড়ায়।
৬) নিজেকে খুব হালকা করে।
৭) প্রাথর্নার প্রতি আগ্রহ সৃষ্টি করে।