শুক্রবার শেখ রাসেল স্মরণে হা-ডু-ডু খেলা

শেখ রাসেল স্মরণে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গাওঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ২১ অক্টোবর সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ দলের হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের জন্য আমন্ত্রণ ও আহ্বান জানিয়েছেন, সমাজসেবক ও ব্যবসায়ী জাহিদ হোসাইন মজনু।
বাংলাদেশ