শিবপুরে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

এবিসি ডেস্ক:শিবপুরের বাসযাত্রী মা ও মেয়েকে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সদর উপজেলার মাধবদী থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পড়ুন>>>বাঘাইছড়িতে নির্বাচন কর্মীদের উপর দুর্বৃত্তের ব্রাশফায়ারে ঝরে গেল ৭ প্রাণ
গ্রেপ্তার মো. মোকলেছ (৩৬) এই মামলার প্রধান আসামি বলে র্যাব জানিয়েছে।
এ নিয়ে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হলো। ঘটনার দিন মামলা দায়েরের পর রাতেই শিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি দেলোয়ার হোসেন (৩০) ও সফিককে (২৫) গ্রেপ্তার করেছিল।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামশের উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোখলেছ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কর্নের শামশের বলেন, ঘটনার হোতা মোকলেছের বিরুদ্ধে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ছয়টি মামলা রয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত শুক্রবার (১৫ মার্চ) ঘটনার শিকার মা ও মেয়ে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রবাহী বাসে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে তাদের বাসটি বিকল হয়ে যায়।
এ সময় মোকলেছ (৩৬), তার সহযোগী দেলোয়ার (৩০), সফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫) ও আলমগীর (৪০) মা-মেয়েকে অপর একটি বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে কৌশলে সৃষ্টিগড়ে প্রাইম জুটমিলের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায় এবং দলবেঁধে মা ও মেয়েকে ধর্ষণ করে।
এক পর্যায়ে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে মোকলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনার দিনই শিবপুর থানায় ধর্ষণের একটি মামলা হয়।
অবশেষে প্রধান অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আশার আলো দেখা গেল।
শীর্ষ খবর