শিক্ষার মানোন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে-প্রতিমন্ত্রী স্বপন

*মণিরামপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন
মণিরামপুর সংবাদদাতা: এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের যুগোপযোগী শিক্ষানীতির কারণে শিক্ষার মান উন্নয়ন ঘটেছে। শেখ হাসনিার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুনগত মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এজন্যই প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ভিত্তি স্থাপনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। পড়ুন>>>যশোরে দোকানে লুটপাট ও অপহরণের প্রতিবাদে
রোববার সকালে মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আব্দুল আজিজের পরিচালনায় মন্ত্রী আরও বলেন, সার্বজনীন শিক্ষার উদারীকরণ ও গুনগত মান উন্নয়নে বর্তমান সরকারের বহুমুখি পদক্ষেপ দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে। জ্ঞান ও মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বিশ্বমানের নাগরিক সমাজ বির্নিমাণ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাসির উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম এনামুল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, জহির উদ্দীন, পিআরও আহসান হাবিব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মেদ শফি, সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার, ঢাকুরিয়া আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, শিক্ষক কর্মকর্তা মনিরা খাতুনসহ শিক্ষক-শিক্ষিকারা।
খুলনা বিভাগ