শার্শায় নড়াইলের এক বাসযাত্রী সোয়া কোটি টাকার স্বর্ণবারসহ আটক

শার্শা সংবাদদাতা: যশোরের শার্শার বেনাপোল আমড়াখালী নামক স্থানে বাস থামিয়ে জিকরুল আলম (৪৬) নামে এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি নড়াইল জেলার লোহগড়া থানার বড়দিয়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।
আজ ২০ মার্চ (বুধবার)বেলা ২টার দিকে আমড়াখালী চেকপোস্ট তাকে স্বর্ণের বারসহ গ্রেফতার করে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আগেই খবর ছিল ঢাকা থেকে বেনাপোলগামী দেশ ট্রাভেলসের একটি পরিবহনে এক যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে বেনাপোল আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের আওতাধীন আমড়াখালী চেকপোস্টের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল চেকপোস্ট এলাকায় পরিবহনে অভিযান চালায়। এ সময় দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ বাসযাত্রী জিকরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
উদ্ধার স্বর্ণবারের আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। জিকরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা বিভাগ