শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:41 PM, 06 April 2019

এবিসি নিউজ: শনিবার যশোর সদর উপজেলার অন্যতম নারী বিদ্যাপীঠ রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ।

ইউনিয়ন আ’লীগ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোকছিমুল বারী, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, আলাউদ্দিন মুকুল, মাজহারুল ইসলাম, লুৎফুল কবির বিজু, সুখেন মজুমদার, নরেন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রউফ মোড়ল, আ’লীগ নেতা আতিয়ার রহমান, আজিম হোসেন, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগ নেতা ফসিয়ার রহমান ভুট্টো, ফারুক হোসেন, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, সহকারী প্রধান শিক্ষক মৃণাল কুমার চৌধুরী, সহ-শিক্ষক রাজেশ বসু ও হাসানুর রহমান শাকিল। একই দিনে সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু-মুসা।
প্রে

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :