শরণখোলায় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি 

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:00 PM, 11 March 2019

শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় একটি কুচক্রি মহল স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে এক সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিয়েছে।
এঘটনায় হুমকির শিকার প্রবাহের সাংবাদিক আবু হানিফ বাদি হয়ে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ মার্চ উপজেলা রাজৈর গ্রামের বাসিন্দা ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোতাসিম বিল্লাহ মাসুক একটি কুচক্রি মহলের যোগসাজসে শরণখোলা প্রেস ক্লাবের সদস্য ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ০১৭৩২-৭১৯৭৬৯/০১৯২৫-৪২৬১৪৫/০১৭৬১-৫৫৮০৭৬ নম্বর ব্যবহার করে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ম্যানেজার মেহেদী মাসুদ খান এর ০১৭১২-৯৯৫০২১ নং মুঠোফোনে ফোন করে প্রবাহ, শরণখোলা প্রতিনিধি আবু হানিফ এর বিরুদ্ধে কুরুচিপুর্ণ ভাষায় একাধিকবার অভিযোগ করেন ও শরণখোলায় দৈনিক প্রবাহ পত্রিকা আর কোন দিন যেন না পাঠায় এবং আবু হানিফকে প্রবাহ পত্রিকা থেকে চিরতরে বাদ দেয়া হয় সেজন্য হুমকি দেয়। পড়ুন>>>মণিরামপুরে নদীতে অজ্ঞাত পুরুষের লাশ
এ ব্যাপারে প্রবাহ সাংবাদিক আবু হানিফ বলেন, সম্প্রতি মাসুক আমাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি দিলে আমি বিষয়টি লিখিতভাবে থানা পুলিশসহ পত্রিকা কর্তৃপক্ষকে অবহিত করেছি।
অপরদিকে শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রাকিব বলেন, মাসুক নামের কোন ব্যক্তি শরণখোলা প্রেসক্লাবের সদস্য নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত।
এ বিষয়ে মাসুকের ০১৭৩২-৭১৯৭৫৯ সহ তার ব্যবহৃত সকল মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার সরকার জানান, সাংবাদিক আবু হানিফ এর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর (এস.আই) শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :