শরণখোলায় ভোট শেষে আ’লীগের অফিস ভাংচুর

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:16 PM, 01 April 2019

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ওয়ার্ড আ’লীগের অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ (রোববার) উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে।
স্থানীয় বাসিন্দা ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শামসুল আলম রিপন অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন সন্ধ্যায় (চশমা মার্কার) ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজের সমর্থকরা বে-সরকারি ফলাফল পেয়ে তাফালবাড়ী বাজারে একটি মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলকারীদের একটি গ্রুপ একত্রিত হয়ে ওয়ার্ড আওয়ামীলীগের ওই কার্যালয়টির তালা ভেঙ্গে হাতুড়ী দিয়ে অফিসের চেয়ার, টেবিল, টিভিসহ প্রয়োজনীয় আসবাবপত্র গুড়িয়ে দেয়। ওই সময় রিপনসহ তার সাথে থাকা লোকজন মার-পিটের ভয়ে পালিয়ে যায়। এছাড়া অতর্কিত ওই হামলা শুরু হলে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক দেখা দেয়। তিনি আরও জানান, সদ্য সমাপ্ত চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল আকনের (টিয়া মার্কার) সমর্থন করায় চশমা মার্কার সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হামলা চালিয়েছে।
এছাড়া গত দু’দিনে উপজেলার খোন্তাকাটা, তাফালবাড়ী, বকুতলাসহ কয়েকটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজীব বলেন, আওয়ামীলীগ কার্যালয় চশমা সমর্থকদের হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের কর্মকান্ডের কারনে সাধারণ মানুষের মাঝে ভীতির জন্ম নেবে। তিনি বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান। এদিকে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মুঠো ফোনে বহু বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
শরণখেলা থানার ওসি দিলিপ কুমার সরকার জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :