শব্দজাদুর জিয়নকাঠিতে উৎসব কবিতা বিভোর
কবি আজিজুল হক কবিতা উৎসব-২০২২

শ্রোতা বনে যান পরক্ষণেই পাঠক। চলে একের পর এক কবিতা পাঠ। নান্দনিক ও ছন্দময় সব শব্দের অনুরণনে বিমুগ্ধতায় ভরে যায় মিলনায়তন। ভাষামাধুর্য্যে
ভরপুর কবিতায় মুখর হয় ওঠে উৎসব। শব্দের যাদু জিয়নকাঠি হয়ে যেন উদ্বেল করে দেয় শ্রোতা হৃদয়। যশশ্বীদের পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ চলে দিনভর। ফলে পুরো দিনটিই হয়ে ওঠে কবিতা বিভোর।
শনিবার যশোরে অনুষ্ঠিত হয় কবি আজিজুল হক কবিতা উৎসব। জেলার শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান যশোর পাবলিক লাইব্রেরি উৎসবের আয়োজন করে। গতকাল সারাদিন ধরে চলে এই কবিতা উৎসব। যশোরের বাইরে থেকেও কবিরা উৎসবে অংশ নেন। যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে উৎসবের উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। ফেস্টুন বেলুন উড়িয়ে তিনি উৎসবের উদ্বোধন করেন। এরপর কবি আজিজুল হকের লেখা ‘মেঘমুখী কন্যা’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় মূল আসর। বাচিক শিল্পী কাজী শাহেদ নওয়াজ কবিতাটির আবৃত্তি করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, পাঠাগার সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ ও সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম। আলোচক হিসেবে বক্তৃতা করেন, অধ্যাপক পাবলো শাহী। এরপর ১১ টা থেকে ১টা ১৫ পর্যন্ত চলে নির্বাচিত কবিদের কবিতা পাঠ। এরপর ছিলো মধ্যাহ্ন ভোজের বিরতি। উৎসবে ‘সাম্প্রতিক সময়ে কবিতা চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন কবি খসরু পারভেজ। উৎসব ঘিরে এদিন মেলা বসে নবীণ প্রবীণ কবিদের। সাহিত্য সংগঠক ও পৃষ্ঠপোষকরাও এতে অংশ নেন। সাহিত্যের নানান দিক নিয়েও উৎসবে আলোচনা হয়।
কবি আজীজুল হকের জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক পাবলো শাহি। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মেহেদি-উর-রহমান টুটুল, মারুফুল আলম, মোহাম্মদ শফি, আবু সেলিম রানা, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ছড়াশিল্পী মুস্তাফিজুর রহমান মুস্তাক প্রমুখ।
উৎসবের দ্বিতীয় পর্বে সাম্প্রতিক সময়ে কবিতার চর্চা বিষয়ে আলোচনা করেন কবি খসরু পারভেজ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, এসএম আজাহার স্বপন ও এএম মহিউদ্দিন লালু। আলোচনার পর নির্বাচিত কবিদের কবিতা পাঠের মধ্য দিয়ে পর্দা নামে উৎসবের।
বাংলাদেশ