লেখক মহসিন শস্ত্রপাণির মৃত্যুতে যশোরে শোকসভা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:59 PM, 16 March 2019

এবিসি নিউজ: সাংবাদিক, লেখক সাংস্কৃতিক কর্মী মহসিন শস্ত্রপাণির মৃত্যুতে যশোরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার যশোর সাহিত্য পরিষদ নিজস্ব কার্যালয়ে এই শোকসভার আয়োজন করে। গত ২ মার্চ মারা যান মহসিন শস্ত্রপাণির । পড়ুন>>>যশোরে স্কুলে গণহত্যা ও স্বাধীনতা যুদ্ধ শীর্ষক সভা

সংগঠনের সভাপতি অধ্যাপক শাহীন ইকবালের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন অধ্যাপক আফসার আলী, যশোর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, বর্তমান সহ-সভাপতি কাজী মাজেদ নেওয়াজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যশোর জেলা পরিষদের প্রকৌশলী নূরুল ইসলাম, কথাসাহিত্যিক পাভেল চৌধুরী, গবেষক বেনজীন খান, আমিরুল কামাল রুমি, প্রাবন্ধিক মফিজুর রহমান রুনু প্রমুখ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :