লেখক মহসিন শস্ত্রপাণির মৃত্যুতে যশোরে শোকসভা

এবিসি নিউজ: সাংবাদিক, লেখক সাংস্কৃতিক কর্মী মহসিন শস্ত্রপাণির মৃত্যুতে যশোরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার যশোর সাহিত্য পরিষদ নিজস্ব কার্যালয়ে এই শোকসভার আয়োজন করে। গত ২ মার্চ মারা যান মহসিন শস্ত্রপাণির । পড়ুন>>>যশোরে স্কুলে গণহত্যা ও স্বাধীনতা যুদ্ধ শীর্ষক সভা
সংগঠনের সভাপতি অধ্যাপক শাহীন ইকবালের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন অধ্যাপক আফসার আলী, যশোর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, বর্তমান সহ-সভাপতি কাজী মাজেদ নেওয়াজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যশোর জেলা পরিষদের প্রকৌশলী নূরুল ইসলাম, কথাসাহিত্যিক পাভেল চৌধুরী, গবেষক বেনজীন খান, আমিরুল কামাল রুমি, প্রাবন্ধিক মফিজুর রহমান রুনু প্রমুখ।
খুলনা বিভাগ