লগ্ন মাধবীলতা—-মমতাজ পারভীন লিপি

লগ্ন মাধবীলতা
নতুন নাম তাঁর
আজ সকালে নামকরণ হলো
যে নামকরণ করলো তার নাম সঞ্চিতা।
কথার ঝুরি ফুলঝুরি ফোয়ারা
যে মিষ্টিমুখ করালো তার নাম প্রত্যাশা।
নামটা কতদিন থাকবে তা অজানা
হয়তোবা একদিন, একবেলা, পরেরদিন সকাল
ঠিক গাছে ফোটা ফুলের মত চিরনতুন।
লগ্ন মাধবীলতার আজ সব এলোমেলো
রাতভর দাদাভাইদের সৃষ্টিকর্তার উপর ক্ষোভ দেখেছে
ভোররাতে সৃষ্টিকর্তার কাছে তাঁদের জন্য প্রার্থনা করেছে
লগ্ন মাধবীলতা আজ সকালে ঘুমিয়েছে।
খেতে দেয়নি কাক পক্ষিদেরও
বিড়াল কুকুর এখনও সদর দরজায় ঘুর ঘুর করছে
সকালে ওরা লগ্ন মাধবীলতার হাতে খায়
অবাক কান্ড কি জানো ?
লগ্ন মাধবীলতা দু’দিন ধরে নিজের হাতে খেতে পারছে না
মাঝে মাঝে খাবারের জন্য অন্য হাত খোঁজে
রহস্যটা যদিও অজানা।
সূর্য যখন তাপ ছড়ায় লগ্ন মাধবীলতা তখন প্রার্থনায়
মানুষ বাদে প্রানীকূলের জন্য প্রার্থনা
লগ্ন মাধবীলতা জগতের ভিতর জগত চেনা।
(০৪•০২•২০১৯)
রংপুর বিভাগ