রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবারও প্রাণ গেল দুই শ্রমিকের

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 17 March 2019

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নির্মাণাধীন বাংলাদেশ-ভারত কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাইলিং কাজ করার সময় আবারও ক্রেরেনের তার ছিড়ে কর্মরত      দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
এনিয়ে চলতি মাসে ৪ শ্রমিকের প্রাণ গেল।
পড়ুন>>>রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রাণ গেল দুই শ্রমিকের
রামপাল থানার ওসি লুৎফর রহমান মুঠোফোনে জানান, রোববার সকালে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনের মত কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিড়ে নাসির উদ্দিন নামে ১ জন নিহত হন। তার বাড়ি চাপাইনবাবগন্জে। আহত হয় আরো একজন। আহত শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রামপালের আসাবুর রহমান নামে এই শ্রমিক মারা যায়। পড়ুন>>>মোরেলগঞ্জে আড়াই মাসের শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার
এরআগে চলতি মাসের ৩ তারিখ কন্টেনার চাপায় দুই শ্রমিক নিহত হন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :