রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:13 PM, 30 March 2019

যশোরে সুহৃদ সম্মাননা প্রদান অনুষ্ঠান
এবিসি নিউজ: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সব কিছুই নিয়ন্ত্রণ করে রাজনীতি। রাজনীতি বিবর্জিত কোন প্রতিষ্ঠান, সমাজ দেশ জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। রাজনীতি বিমুখ হলে, সেটি হবে কাল। অনেক মানুষ আছে রাজনীতির কথা শুনলে ঘরের মধ্যে চলে যায়। রাজনীতিতে না আসলে, যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না। যোগ্য নেতৃত্বের সংকট হলে অধিকার আদায় হবে না। আগে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতার মাধ্যমে অধিকার আদায় করতে হবে। দেশ নিরপেক্ষ হলে যোগ্যতার ভিত্তিতেই আপনার অধিকার আদায় হবে। এজন্য জনগণের কাছে যেতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।

শুক্রবার দুপুরে যশোরে সুহৃদ বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুহৃদ বাংলাদেশ যশোর শাখার সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে ৬জনকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন-পটুয়াখালি জেলা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা, খুলনা বিভাগীয় কর কমিশনার প্রশান্ত কুমার রায়, আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলাই কৃষ্ণ হাজরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সিদ্ধার্থ শংকর কু-ু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুহৃদ বাংলাদেশের সভাপতি নিখিল মৃধা, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পোদ্দার ও সাধন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক ডা. সুশংকর ম-ল, সাংগঠনিক সম্পাদক তাপস সাহা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রতœন্দেু ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল রায়।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :