যানজট নিরসনে রাস্তায় নেমেছেন মণিরামপুরের ইউএনও

আব্দুর রহিম রানা:যশোরের মণিরামপুর পৌরশহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে পরিশ্রমিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ জনগণ।
মণিরামপুর উপজেলা দেশের অন্যতম বৃহত্তম উপজেলা। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার অন্তত: ৬ লক্ষ মানুষের বসবাস। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মণিরামপুর পৌরশহর। এ শহরের বুকচিরে চলে গেছে সাতক্ষীরা-যশোর-ঢাকা মহাসড়কটি।
অত্যন্ত জনবহুল এ শহরে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র স্থাপনা মহসড়কটিকে জুড়ে নেওয়ায় প্রতিনিয়তই শহরটি একদিকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে পড়েছে, অন্যদিকে স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারী সাধারণ মানুষের চলাফেরা দূর্বিসহে পর্যবশিত হচ্ছিল। উপজেলা প্রশাসন এ বিষয়টিকে উপলব্ধিতে এনে জনগণের চলাচল ও
যানজট নিরসনে পরিশ্রমিক উদ্যোগ গ্রহণ করেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে এ্যাসিল্যান্ড সাইয়েমা হাসান ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিক নির্দেশনা দেন।
এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই সকল স্থাপনা উচ্ছেদ করা হয় ও শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সমগ্র বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীরা নিজ
উদ্যোগে সরিয়ে নেয়। এরফলে পৌরশহর যানজট অনেকটাই কমেছে। এমন অভিযান অব্যাহত থাকলে মণিরামপুর বাজার যানজট মুক্ত হবে এমনটাই ধারণা করছেন সচেতন মহল।
সাধারণ মানুষের ভোগান্তি দূর করবার কল্পে উক্ত অভিযানকে সাধুবাদ জনিয়েছেন পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ। পৌরসভার হাকোবা এলাকার বাসিন্দা অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
আমার শহর আমাকেই পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিত।
প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানাচ্ছেন। সাথে সাথে এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি সকলের উদাত্ত আহব্বান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী আমাদের প্রতিবেদক আব্দুর রহিম রানাকে বলেন, মণিরামপুরে কয়েকটি সমস্যার মধ্যে শহরের যানজট একটি
অসহনীয় ব্যাধি। এ সমস্যা নিরসনে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। এলজিআরডি প্রতিমন্ত্রী, পৌরসভা মেয়র, স্থানীয় ব্যবসায়ী ও মোটর শ্রমিকদের সহযোগিতায় যানজট
নিরসন মুক্ত হতে চলেছে। তবে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। পৌরশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে রুপান্তর, যানজট মুক্ত ও ফুটপাত
দখলমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা বিভাগ