যশোর সদরে বিশাল ভোট ব্যবধানে বিপুল-নীরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এবিসি নিউজ: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরজাহান ইসলাম নীরা বিশাল ভোট ব্যবধানে বেসরকারি নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ৫২ হাজার ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২২০ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরজাহান ইসলাম নীরা ফুটবল প্রতীকে ৫২ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন পেয়েছেন ১৫ হাজার ৯৯৮ ভোট।
যশোর সদর উপজেলার ১৭৫ টি কেন্দ্রে বেসরকারি ফলাফলের এতথ্য পাওয়া গেছে।
বেসরকারি ভাবে আনোয়ার হোসেন বিপুল ও নূরজাহান ইসলাম নীরার জয় পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা হুসেইন শওকত।
খুলনা বিভাগ