যশোর সদরে প্রাইমারী স্কুলে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

এবিসি নিউজ:যশোর সদরের হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিচালনা কমিটির সভাপতি ইয়ারুল হক জুয়েল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রাণী দাস তার স্বাগত বক্তব্যে বলেন, যশোর তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্যোগ। সেই সাথে তিনি মুক্তিযুদ্ধ কর্নারের জন্য আলাদা একটা কক্ষের দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আতিয়ার রহমান, কার্যনির্বাহী পরিচালনা কমিটির সদস্য মনোজ হালদার ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খাতুনের বর্ণানায় পাঁচ মিনিটের ভিডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।
মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রাণী দাস।
মুক্তিযুদ্ধ কর্নারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মুক্তিযুদ্ধের বই নিয়ে বুক কর্নার। এই বুক কর্নারে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি, জাফর ইকবালের ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাসসহ পঞ্চাশের অধিক বই স্থান পেয়েছে। ১৯৫২ থেকে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন স্থির চিত্র নিয়ে করা হয়েছে ফটো গ্যালারি। এছাড়া ১৯৪৭ সালের দেশভাগ থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ২৬টি ঘটনা বর্ণনা করা হয়েছে ‘এক নজরে বাংলাদেশের ইতিহাস’।
খুলনা বিভাগ