যশোর সদরে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের মনোনয়পত্র জমা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  11:18 PM, 04 March 2019

এবিসি নিউজ: যশোর জেলা আ’লীগের ডাকসাইটের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারপদে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন>>>যশোরে নিখোঁজ শিশু ছাত্রীর লাশ উদ্ধার

আজ (৪মার্চ) দুুপুরে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকতের কাছ তার মনোনয়নপত্রটি জমা দেয়া হয়।
শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মীর জহুরুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির।
এদিকে, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদার মনোনয়নপত্র জমা দিবেন এমন খবরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। পরে তারা জেলা প্রশাসন অফিস চত্বর ও তার আশপাশে গিয়ে ভিড় করেন। সবমিলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন>>>যশোরে ১০৪ প্রার্থীর মনোনয়পত্র জমা
এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া পারভীন ডলি, সদস্য এহসানুর রহমান লিটু, শাহারুল ইসলাম, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মশিয়ার রহমান সাগর, কবিরুল আলম, সফিউদ্দীন অরুন, কাজী দেলোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ খোকন, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএম ইউসুফ সাঈদ, তৌহিদুজ্জামান ওয়াসেল, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। গত রবিবার শাহীন চাকলাদারের পক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড শাহীন চাকলাদারকে যশোর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য নৌকা প্রতীক বরাদ্দ দেয়। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ যশোরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :