যশোর শহরে বইয়ের দোকানসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

এবিসি নিউজ: যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় দুইটি বইয়ের দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রন আসে। ভষ্মিভূত দোকান ৩টির মধ্যে রয়েছে আহম্মেদ ট্রেডার্স, জনতা লাইব্রেরি ও একটি স্টিলের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দড়াটানা থেকে গরীব শাহ রোডের বইয়ের দোকান আহমদ ট্রেডার্সের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত। ঘরের দরজা বন্ধ থাকায় দাউ দাউ করে পাশ্ববর্তী স্টিলের দোকান, জনতা লাইব্রেরীতে আগুন ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন>> ফিঙে লিটনের ভাগ্নের নেতৃত্বে হামিদপুরে তিন বাড়িতে হামলা
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। এক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, তিনটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সমর্থ হওয়ায় পাশের সারিবদ্ধ দোকানগুলো রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।আগুনের সূত্রপাত কিসের থেকে তাও বলা যাচ্ছে না।
এদিকে আগুন লাগার পর পাশের দোকানী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা বিভাগ