যশোর মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলর জারিন রহমান আর নেই

>>বিভিন্ন মহলের শোক
এবিসি নিউজ: যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার কাউন্সিলর সৈয়দা জারিন রহমান আর নেই।
আজ ২৫ মার্চ সকালে শহরের পুরাতন কসবা নতুন খয়েরতলাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। পরে বাদআসর পালবাড়ি ভাস্কর্য মোড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, জারিন রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসরাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ নেতৃবৃন্দ।
বিকালে পালবাড়ি ভাস্কর্য মোড় জামে মসজিদে নামাজে জানাজায় যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর শহর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাস শাহিন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাহান হোসেন স্বপন, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান মুকুল, সালাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, জারিন রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাডভোকেট জহুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মীর জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান মনি চাকলাদার, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রোকেয়া পারভীন ডলি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এমএ বাশার, কোষাধ্যক্ষ মইনুল আলম টুলু, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, কার্যকরী সদস্য আমিরুল ইসলাম রন্টু, এহসানুর রহমান লিটু, শাহারুল ইসলাম, গোলাম মোস্তফা, নুরজাহান ইসলাম নীরা, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মশিয়ার রহমান সাগর, কবিরুল আলম, সফিউদ্দীন অরুন, কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
এর আগে সকালে জারিন রহমানের মৃত্যুর খবর শুনেই তার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজাহান ইসলাম নীরা, যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল, স্বেচ্ছাসেক লীগ নেতা মুন্নাফ দিলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
খুলনা বিভাগ