যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় বহিষ্কার ১৬

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:04 PM, 08 April 2019

এবিসি নিউজ: যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি এইচএসসি পরীক্ষায় আজ সোমবার  ইংরেজী দ্ধিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন নকল করার অপরাধে ১৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে এক লাখ ২২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। যার মধ্যে অংশ নেই এক লাখ ২০ হাজার ২০৬ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়নি এক হাজার ৮০৩ জন পরীক্ষার্থী।
এছাড়া পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে সাতক্ষীরায় একজন, কুমারখালীতে একজন, মশিয়াহাটিতে একজন, কেশবপুরে একজন, নবগঙ্গা কেন্দ্রে তিনজন, লাহুড়িয়া কেন্দ্রে একজন এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন কেন্দ্রে আটজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :