যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

এবিসি নিউজ: যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার প্রেসক্লাব যশোরে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব যশোরের নির্বাচনে আনোয়ারুল কবির নান্টু সহ-সভাপতি ও তহীদ মনি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া সভায় সাংবাদিক কল্যাণ তহবিল গঠনসহ সাংগঠনিক বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদকি ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সহ-সভাপতি তহীদ মনি ও ফরিদুজ্জমান, যুগ্ম-সম্পাদক বিএম ফারুক ও খাজা ফজিল আইজ উজ্জল, কোষাধ্যক্ষ আল মামুন শাওন, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম ও হুরে জাহান উর্মি।
সভায় দৈনিক প্রভাতফেরির সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফকির শওকতের মাতা জাহানারা বেগমের (৭৮) দ্রুত সুস্থতা কামনা করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা বিভাগ