যশোর জেনারেল হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠান পেলো স্বাস্থ্যমন্ত্রী এ্যাওয়ার্ড

এবিসি নিউজ: যশোর সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় স্বাস্থ্যমন্ত্রী এ্যাওয়ার্ড-১৮ লাভ করেছে। তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সিভিল সার্জন ডা. দীলিপ কুমার রায় রোববার ঢাকা খামারবাড়ি জাতীয় কৃষি ইনসটিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেকের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠান দুইটি আজ নিজ নিজ দফতরে সংবাদিকদের সাথে মতবিনিময় করেন এ্যাওয়ার্ড-১৮ প্রাপ্ত প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. দীলিপ কুমার রায়ের উপস্থিতিতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আরুন অর রশিদ, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মীর আবু মাউদ প্রমুখ।
এ সময় সিভিল সার্জন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে স্বাস্থ্যসেবার মানের উপর ভিত্তি করে ৮০ ভাগের উপরে নাম্বার পেয়ে যশোর সিভিল সার্জন অফিস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং চৌগাছা ও কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কার পেয়েছে।
এদিকে একই দিন দুপুর একটার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটুও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (রাজস্ব) ডা. আরিফ আহম্মেদ ও আবাসিক মেডিকেল অফিসার (অস্থায়ী রাজস্ব) ডা. ওহেদুজ্জামান ডিটু।
সভায় তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘হাসপাতালে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, সংস্কার, সৌন্দর্য বৃদ্ধি সর্বোপরি স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় মন্ত্রণালয় প্রতি বছর পাঁচটি জেলার জেনারেল হাসপাতালকে পুরস্কৃত করে। এর মধ্যে এবার যশোর জেনারেল হাসপাতাল তৃতীয় স্থান অধিকার করেছে।
খুলনা বিভাগ