যশোরে ২৬ দিনের মাথায় দু’দফায় ৩ সন্তান প্রসব করলেন ইতি

এবিসি নিউজ: যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় ২৬দিনের মাথায় দু’দফায় তিন সন্তান প্রসব করলেন আরিফা সুলতানা ইতি নামে এক গৃহবধূ। তিনি শার্শা উপজেলার শ্যামলাগাছির সুমন বিশ্বাসের স্ত্রী। অবিশ্বাস্য এ ঘটনাটি জানাজানির পর ওই বাড়িতে উৎসুক মানুষের ভীড় জমছে।
জানা যায়, ২৫ ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে একটি সন্তান প্রসব করেন আরিফা সুলতানা ইতি। কিন্তু তার শরীরে স্বাভাবিক অবস্থা ফেরেনি। পরে আল্ট্রাসনোতে ধরা পড়ে তার গর্ভে আরও দুটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে ২২ মার্চ তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি সন্তানের জন্ম দেন। প্রথমবার বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করেন। দ্বিতীয় দফায় যশোর শহরের রেল রোডস্থ আদ-দ্বীন হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন ইতি। জানা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার পর সাড়ে ৬মাসের মাথায় ২৫ ফেব্রুয়ারির একটি পুত্র সন্তান জন্ম দেন ইতি। জন্মের পর নবজাতক ও মা অসুস্থ হয়ে পড়লে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর প্রিম্যাচিউরড (অপরিণত) শিশুটিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজের এনইউসিতে (নিউ নেটাল কেয়ার ইউনিট) রাখা হয়।
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইতির পুনরায় আলট্রাসনোগ্রাফি করা হয়। তখন রিপোর্টে দেখা যায়, ইতির গর্ভে আরও দুটি সন্তান রয়েছে। গত ২২ মার্চ শুক্রবার ইতিকে যশোর রেলরোডস্থ আদ দ্বীন হাসপাতালে আনা হলে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে দুটি সন্তান প্রসব করানো হয়। সিজারিয়ান ডেলিভারি করান ডা. শীলা পোদ্দার।
এ ব্যাপারে ডা. শীলা পোদ্দার বলেন, গর্ভে একাধিক বাচ্চা থাকলে সেটি আমরা একসঙ্গে প্রসব হতে দেখেছি। কিন্তু একবার একটি বাচ্চা প্রসবের ২৬ দির পর আরও দুটি বাচ্চা প্রসবের ঘটনাটি আমার জানামতে এই প্রথম। প্রথমবার প্রসব হওয়া বাচ্চাটির পাশাপাশি সম্প্রতি প্রসব হওয়া বাচ্চা দুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলেও জানান চিকিৎসক শীলা পোদ্দার।
এদিকে এঘটনায় প্রতিদিন গৃহবধূ সুমন-ইতি দম্পতির বাড়িতে উৎসুক জনতার ভীড় জমছে।
সদ্য ৩ সন্তানের জনক হওয়া সুমন বিশ্বাস জানান, বিয়ের দ্বিতীয় বছরে তার স্ত্রী ইতি একটি মৃত সন্তান প্রসব করেছিল।