যশোরে হোটেলসহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:33 PM, 13 March 2019

এবিসি নিউজ: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে যশোরের ৪টি খাবার হোটেল ও মিষ্টির দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, রোসলিনা পারভীন, আবু রায়হান ও মোহাম্মদ জামশেদুল আলম এই আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে শহরের চাঁচড়া বাজারের মহিদুল ইসলামের খাবারের হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেল মালিক মহিদুল ইসলামের নামে মামলা দিয়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পড়ুন>>>মণিরামপুরে বাল্যবিয়ের অপরাধে বরসহ দু’জনের জরিমানা
এদিন বেলা সাড়ে ১১টার দিকে একই বাজারের ঘোষ ডেয়ারিতে অভিযান চালানো হয়। সেখানেও একই অপরাধে দোকান মালিক কার্তিক ঘোষের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিন দুপুর ১টার দিকে আরএন রোডের ক্যাফে মদিনা হোটেলে অভিযান চালিয়ে হোটেলে মূল্য তালিকা না থাকায় হোটেল মালিক মারুফ সিদ্দিকীর নামে মামলা দিয়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করে।
দুপুর পৌনে ২টার দিকে শহরের বড় বাজার কাঠেরপুলের ঘোষ সুইটসে অভিযান চালিয়ে পচাবাসী দই ও অব্যবহৃত ও অস্বাস্থ্যকর ভোজ্য তেল জব্দের পর তা নষ্ট করে দেন। এছাড়া দোকান মালিক বাবু ঘোষের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পেশকার শেখ জালাল উদ্দিন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :