যশোরে হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি হিটলার গ্রেফতার

এবিসি নিউজ: যশোরের বাঘারপাড়ার আলোচিত সন্ত্রাসী ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ মোস্তফা ওরফে হিটলারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের শহিদুল ইসলাম হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিলেন যশোরের একটি আদালত। এছাড়াও একই এলাকার জাকারিয়া ও বাছের হত্যা মামলার আসামি তিনি।
রোববার বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকা থেকে এসআই আশরাফুল আলম তাকে গ্রেপ্তার করেন। হিটলার একই উপজেলার খাজুরা মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মারুফ আহম্মদ জানিয়েছেন, রোববার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বাজার থেকে হিটলারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঘারপাড়ার খলশি গ্রামের জাকারিয়া, মথুরাপুর গ্রামের শহিদুল ইসলাম এবং রাজাপুরের বাছের হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে। ২০১২ সালের ৮ জুন হিটলারের নেতৃত্বে খলশি গ্রামের শহিদুল ইসলামকে খুন করা হয়। ওই মামলায় আদালত হিটলারকে যাবজ্জীবন সাজা দেন। আদালত থেকে সাজা হওয়ার পরে তিনি চার বছর আগে পালিয়ে পানি পথে মালয়েশিয়া চলে যান। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি তিনি আবার দেশে ফিরে আসেন। ডিবি পুলিশের পরিদর্শক আরও বলেন, ২০০৬ সালের ২২ অক্টোবর বাঘারপাড়া থানায় দায়ের করা শহিদুল ইসলাম, জাকারিয়া ও বাছেরসহ তিনটি হত্যার ‘মূল আসামি’ হিটলার। খলসি বাজারে জাকারিয়াকে খুন করা হয় হিটলারের নেতৃত্বে। এছাড়া ২০১১ সালে সদরের পুলেরহাট বাজারে হিটলারের নেতৃত্বে পিটিয়ে হত্যা করে বাছেরকে। বাছের বাঘারপাড়া মথুরাপুর গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মারুফ আহম্মদ জানিয়েছেন, সোমবার হিটলারকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায়ও মামলা রয়েছে। আর কোন থানায় মামলা আছে কি-না তা দেখা হচ্ছে।