যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:50 PM, 30 March 2019

এবিসি নিউজ: স্কুল শিক্ষার্থীকে (১৩) অপহরণের অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে লাল চাঁদ ওরফে সজিব (১৯) নামে এক যুবককে। তিনি শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনের মৃত আব্দুল জব্বারের ছেলে।
ছাত্রীর পিতা যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত।  স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো সজিব। কিন্তু তার মেয়ে ওই প্রস্তাবে কখনো সাড়া দেয়নি। এতে সজিব ক্ষিপ্ত ছিল। গত ২৬ মার্চ সন্ধ্যা ৬টার দিকে খালার বাড়িতে যাচ্ছিল তার মেয়ে। টিবি ক্লিনিক রোডের আব্দুল জলিলের মুদি দোকানের সামনে পৌছালে সাজিবসহ অজ্ঞাত ২/৩জন তার পথরোধ করে তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় তিনি থানায় অভিযোগ দিলে তা মামলা হিসাবে রেকর্ড করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এইচএম মাহমুদ জানিয়েছেন, ঘটনাটি কোন অপহরণ নয়। ওই ছেলে ও মেয়ে নিজেরা পালিয়ে যায়। তবে তাদের পরিবারের লোকজন ছেলে মেয়েকে নড়াইল থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন পুলিশের জিম্মায় আছে। তবে মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক বিধায় তার পিতার দেয়ার অপহরণ মামলায় লাল চাঁদকে আদালতে পাঠানো হবে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :