যশোরে শিশু ছাত্রী তিশার খুনি গোলাগুলিতে পরপারে

এবিসি নিউজ:যশোরে শিশু শিক্ষার্থী তিশাকে ধর্ষণের পর খুন করে মাটিতে পুতে রাখার সাথে জড়িত হিসেবে অভিযুক্ত শামীম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।এরআগে মঙ্গলবার সকালে তিশার সহপাঠি শিশু শিক্ষার্থীরাসহ স্থানীয়রা খুনির বিচারের দাবিতে মানববন্ধন করে।
যশোর আড়াইশ বেড হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ বুধবার (৬ মার্চ) ভোর ৪টার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালি মডেল থানার পুলিশ জানায়, রাতে শহরের খোলাডাঙ্গা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর আসে থানায়। খবর পেয়ে থানার এসআই খালেকের নেতৃত্বে একদল ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে করে হাসপাতালে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তখনই তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানতে পেরেছে নিহতের নাম শামীম। তার বিরুদ্ধে শিশু ছাত্রী তিশাকে ধর্ষণের পর খুন করে মাটির নিচেই পুতে রাখার অভিযোগ ছিল।
আরো পড়ুন>>>শিশু ছাত্রী তিশার খুনির বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৫ পিস ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার পাওয়া গেছে।