যশোরে শাহীন চাকলাদারকে জেতাতে শহর আ’লীগের মতবিনিময়

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:28 PM, 09 March 2019

এবিসি নিউজ: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারকে জয়ী করতে পৌরসভার ১নং ওয়ার্ডে মতবিনিময় সভা করলো শহর আওয়ামী লীগ।
শনিবার বিকালে ওয়ার্ড আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ খোকন।

শুরুতে সন্ত্রাসীদের হাতে নিহত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন সিদ্দিকীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগ নেতা রবিউল আজিজ তপু, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএম ইউসুফ সাঈদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম কবির, শহর আওয়ামী লীগ নেতা তহিদুজ্জামান ওয়াসেল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল আলম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ১নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কাশেম বাবু, নজরুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর শাহীন চাকলাদার জেলায় আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। দুই দফায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে গত ১০ বছরে সদর উপজেলার চিত্র বদলে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যন্ত তিনি উন্নয়ন পৌঁছে দিতে চান। এজন্য উপজেলায় চেয়ারম্যান হিসেবে যোগ্য নেতা প্রয়োজন। ইতিমধ্যে শাহীন চাকলাদার তার প্রমাণ দিয়েছেন। তাই আগামী নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে আবারো আমাদের জয়ী করতে হবে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :