যশোরে যৌতুক মামলায় দু’বছর কারাদন্ড

এবিসি নিউজ: যশোরে আক্তারুল হুসাইন নামে যৌতুক মামলার এক পলাতক আসামিকে ২ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসতার জাবীন নিম্মী এই রায় দেন। সাজাপ্রাপ্ত আক্তারুল হুসাইন কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, আসামি আক্তারুল হুসাইন ২০১৪ সালের ১২ নভেম্বর যশোর শহরের খড়কি শাহ আব্দুল করিম সড়কের নুর মোহাম্মদের মেয়ে নাছিমা আক্তার রূপাকে বিয়ে করেন। বিয়ের সময় রূপার পিতা মেয়েকে স্বর্ণালংকারসহ সংসারের যাবতীয় মালামাল দেন। কয়েক মাস যেতে না যেতেই স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। এরই মধ্যে রূপার পিতা মারা যান। ২০১৭ সালের ১০ মে আসামি তার স্ত্রীর কাছে আবারো ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে অপরাগকতা প্রকাশ করায় রূপাকে মারপিট করে তাড়িয়ে দেয়। ১৫ মে এক শালিসে আক্তারুল যৌতুকের টাকা না দিলে স্ত্রীকে বাড়িতে নিবে না বলে জানিয়ে চলে যায়। মিমাংসায় ব্যর্থ হয়ে রূপা যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আক্তারুল হুসাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
খুলনা বিভাগ