যশোরে মামাতো বোনকে অপহরণের অভিযোগে যুবক আটক

এবিসি নিউজ: যশোরে মামতো বোনকে অপহরণের চেষ্টাকালে রফিকুল ইসলাম রুবেল নামে এক যুবককে জনতা ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। একই সাথে মাইক্রোবাস চালক পিন্টুকেও পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে। তবে রুবেলের দাবি তাদের ৭ বছর ধরে প্রেম চলছে।
মঙ্গলবার বিকেলে শহরতলীর আরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি নলডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও পিন্টু একই এলাকার মৃত নেছার আলীর ছেলে। অপহরণের শিকার নারীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।
রুবেল জানিয়েছেন, মামাতো বোন কানিজ ফাতেমার সাথে তার ৭ বছরের প্রেম। কানিজ যশোর সরকারি এমএম কলেজে লেখাপড়া করে। প্রায়ই সময় তাদের সাথে কথা হতো। পারিবারিকভাবে কানিজকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু বেকার থাকার কারণে রুবেলের সাথে কানিজের বিয়ে দিতে অস্বীকার করে পরিবার। এদিন তাকে নিয়ে যাওয়ার জন্য যশোর শহরের এসেছিলেন। তার সাথে নলডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনামুলও ছিল। কিন্তু সে পালিয়ে যায়।
অপহরণের শিকার কানিজ জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তিনি সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিয়ে বারোবাজার যাওয়ার জন্য পায়ে হেঁটে আরবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আদদ্বীন হাসপাতালের কাছে পৌছালে রুবেলসহ দুইজন তাকে জোর করে একটি মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে।
এ সময় আমার চিৎকারে মাইক্রোবাস চালক দাঁড়িয়ে যান। সে সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়।
কানিজ আরো জানিয়েছেন, কলেজে যাতায়াতের পথে প্রায়ই সময় রুবেল তার পিছু নিতেন।
কোতোয়ালি মডেল থানার এসআই খবির হোসেন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
খুলনা বিভাগ