যশোরে মটরপার্টস ব্যবসায়ী ছুরিকাঘাতে জখম

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:54 PM, 19 March 2019

এবিসি নিউজ:মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যশোরে আমিনুর রহমান রুবেল নামে এক মোটরপার্টস ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের নলডাঙ্গা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিনুর ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে এবং আরএন রোডে তার ইয়ানা ট্রেডিং নামে একটি মোটরপার্টসের দোকান রয়েছে।
আহত রুবেল জানিয়েছেন, সোমবার বিকালে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা বিলপাড়ায় পৌঁছালে স্থানীয় মাদক ব্যবসা রাজিব, টিপুসহ তিন যুবক তার গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আপনার মতামত লিখুন :