যশোরে ভাঙা-চুরা সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ,প্রাণ গেল পিতা-পুত্রসহ ৩ জনের

হতাহতের দায় কার-প্রশ্ন সচেতন মহলের

যশোরের কেশবপুর-চুকনগর ভাঙা-চুরা সড়কে বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্রসহ ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থলেই দু’জন এবং একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সড়কটি খানা-খন্ধ হয়ে আছে। সড়কটির কাজ ফেলে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। এনিয়ে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করেছেন। কিন্তু সড়ক উন্নয়নে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এলাকাবাসীর সেই শঙ্কা সত্যি হলো। সচেতন মহল বলছেন এই হতাহতের দায় কাজ ফেলে যাওয়া ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। তাদের এই দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

 

 

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা ময়না তদন্ত ছাড়া লাশ নিতে চাইলে হাসপাতাল মর্গে পাঠানো হবে না। পুলিশ বলছে স্বজনদের জন্য অপেক্ষা করা হচ্ছে। তাদের ইচ্ছে অনিচ্ছার ওপর নির্ভর করছে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে কি না।

 

 

কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন।

আপনার মতামত লিখুন :