যশোরে বিপুলের উদ্যোগে মিলাদ মাহফিল
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল করেছে যশোর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে শনিবার (১১ জুন) শহরের কাশেম টাওয়ারে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, বি এম জাকির হোসেন, শফিকুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, যুবলীগ নেতা সাইদুর রহমান রিপন, মিন্টু সাহা, সাকিবুজ্জামান সাকিব, মইন হোসেন, রাসেল খান, সাব্বির রহমান, আল আমিন হোসেন, সজিব খন্দকার বিপ্লব প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল থেকে শেখ হাসিনার সুস্থ, সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ